আবারও মুখোমখি বাংলাদেশ-ভুটান: এবার আধিপত্য প্রমাণের লড়াই

বাংলাদেশ-ভুটান ম্যাচের একটি মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে বড় জয়ের একদিন পর আবারো একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন কেবল রিকভারি সেশন করলেও জয়ের লক্ষ্যে অটল দল। ম্যাচের আগে দলে কোন ইনজুরি সমস্যা নেই বলে জানিয়েছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

সেই একই মঞ্চ, একই প্রতিপক্ষ ভুটান। তবে এইবার লড়াই শুধু জয় নয়, আধিপত্য প্রমাণের। বড় জয়ের পরের দিনটা ছিল বিশ্রামের। রিকভারি সেশনে ঘাম ঝরিয়েছেন তরুণীরা। হাসিমুখ বলে দিচ্ছে, পরবর্তী লড়াইয়ের জন্য শরীর যেমন প্রস্তুত, মনও তেমনি চাঙ্গা।

দলের আক্রমণভাগ দুর্দান্ত, মাঝমাঠে নিয়ন্ত্রণ, আর রক্ষণে দেয়াল হয়ে দাঁড়ানোর আত্মবিশ্বাস। টুর্নামেন্ট জুড়েই আধিপত্য বিস্তার করে খেলে নিয়মিতই বড় জয় তুলে নিচ্ছে মেয়েরা। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগেও জয়ের তাগিদ দলপতির কণ্ঠে।

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘সামনের ম্যাচের জন্য আমরা অনেকটাই প্রস্তুত কারণ বৃষ্টির মধ্যের আমরা খেলেছি, তারপর মাঠ পরিবর্তন হয়েছে। ওখানে আমরা ভালো খেলেছি। সামনের ম্যাচ আমরা আরো ভালো খেলবো ইন শা আল্লাহ।’

সাফের এই মঞ্চে বাংলাদেশের মেয়েরা এখন শুধু অংশগ্রহণকারী নয়, তারা দাবিদার. ট্রফির, গর্বের, ভবিষ্যতের। প্রতিপক্ষ চেনা, মাঠও চেনা তবে পরের ম্যাচে নতুন চ্যালেঞ্জ, নতুন গল্প। আগের দিন কাদা মাঠে খেলার ফলে ইনজুরি শঙ্কা ছিল অনেকের। কি অবস্থা দলের?

বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু বলেন, ‘দলের অবস্থা এখন ভালো। টুকটাক ইঞ্জুরি ছিল ওগুলো সব কাটিয়ে উঠেছে। আমাদের মেয়েরা এখন ফুরফুরে মেজাজে আছে।’

আত্মবিশ্বাস আছে, গতি আছে, লক্ষ্যও স্পষ্ট ভুটানকে আবার হারিয়ে চ্যাম্পিয়নশিপের পথ আরও মজবুত করতে চায় বাংলাদেশ।

এএইচ