হামজা ও সোমিতের নিজ ক্লাবের খেলা থাকায় তখন এ ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না তারা। তবে এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হামজা ও সোমিতকে পাওয়া যাবে।
সেপ্টেম্বর উইন্ডোতে ইউরোপের দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ আয়োজনের কথা থাকলেও তা আপাতত হচ্ছে না। তাই নেপালকেই প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
শিলংয়ে ভারতের বিপক্ষে হামজার অভিষেকের পর জুনের উইন্ডোতে ঘরের মাটিতে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় সোমিত শোমের। সিঙ্গাপুরের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে বল পায়ে দুর্দান্ত ছিলেন কানাডার লিগে খেলা এ মিডফিল্ডার।