নতুন মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে আবাহনী

অনুশীলনে আবাহনীর খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

এএফসি চ্যালেঞ্জ লিগ ঘিরে নতুন মৌসুমে সবার আগে অনুশীলন শুরু করেছে আবাহনী। দলবদলের ব্যস্ততার মাঝেও দেশি খেলোয়াড়দের পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন কোচ মারুফুল হক। কোচ এবং ম্যানেজারের প্রত্যাশা দারুণ এক মৌসুমের।

সবশেষ মৌসুমটা দেশিয়দের নিয়েই দারুণ পারফর্ম করেছিল আবাহনী। দেশের ফুটবলে বহুদিন পর আরও একবার চরমে উঠেছিল আবাহনী-মোহামেডান দ্বৈরথ। পুরো মৌসুম লড়ে এলেও শেষ সময়ে আকাশী-নীলদের হতাশ হতে হয়েছিল। দীর্ঘদিন পর আবাহনী দেখেছিল শিরোপা শূন্য এক মৌসুম।

সেই ব্যর্থতা ঝেড়ে ফেলে এবারে আবাহনী প্রস্তুতি শুরু করেছে সবার আগে। সামনে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ। ১২ আগস্ট ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ কিরগিজিস্তানে মুরাস এফসি। সেই লক্ষ্যেই ক্লাব মাঠে ঘাম ঝরিয়েছেন আবাহনীর পুরো স্কোয়াড। গেলবারের স্কোরলাইনের সমস্যা সমাধানে এবার মৌসুমের শুরুতেই স্কোয়াডে এসেছেন ফরোয়ার্ড শেখ মোরসালিন এবং আল-আমিন। তবে এরপরেও আরও একজন নাম্বার নাইন এবং উইঙ্গারে চোখ কোচ মারুফুল হকের।

তিনি বলেন, ‘কর্তৃপক্ষকে বলেছি তিনজন বিদেশি খেলোয়াড় দেয়ার জন্য। তাহলে হয়তো আমরা ইনশাআল্লাহ এই জোন থেকে কোয়ালিফাই করতে পারবো। আমি চেয়েছি একজন মিডফিল্ডার, একজন নম্বর নাইন আর একটা উইঙ্গার। এই তিনটি পজিশনে আমি খেলোয়াড় চেয়েছি। তাহলে আমার দলটা আরেকটু ব্যালেন্স হয়।’

গত আসরের পর শিরোপার কাছাকাছি যাওয়া আবাহনী এবারে সাফল্যের জন্য দলে টানতে চাইছে তিন বিদেশি তারকাকে। কোচ আর ম্যানেজার দুজনেরই চাওয়া অন্তত তিনজন বিদেশিকে দলে নেয়া। ১৪ আগস্ট শেষ হচ্ছে দলবদলের সময়সীমা। ম্যানেজার সত্যজিৎ দাস রূপুও চাইছেন দ্রুততম সময়ে দলবদল সারতে।

সত্যজিৎ দাস রূপু বলেন, ‘আমরা যেদিন খেলবো তার একদিন পরই কিন্তু দলবদল শেষ ১৪ তারিখে। দলবদল যেহেতু এখন চলমান রয়েছে, আমাদের খেলার মধ্য দিয়েই হয়তো কিছু খেলোয়াড় দল ছাড়বে, কিছু খেলোয়াড় আবার আমাদের নিতে হবে। সেটার একটা সমন্বয় ঘটছে এই অনুশীলনের মধ্য দিয়ে।’

আবাহনী মানেই শিরোপার সঙ্গে সখ্যতা। গেল আসরে সেই ধারায় ছেদ পড়লেও সংকটের সময়ে আবাহনীর পারফরম্যান্স মন ভরিয়েছে ভক্ত-সমর্থকদের। সব ছাপিয়ে কোচ মারুফুল হকের চোখ এবার সামনের দিকে। চাইছেন দলকে শিরোপার কক্ষপথে ফেরাতে।

এসএস