বিরতি থেকে ফিরে আক্রমণে মনোযোগী হয় নেইমাররা। তবে বিপক্ষ দলের রক্ষণ ভেদ করতে ব্যর্থ হয় সান্তোসের ফুটবলাররা। উল্টো ম্যাচের ৭২ মিনিটে হ্যান্ডবল করে পেনাল্টি উপহার দেয় সান্তোস।
আর যে সুযোগ কাজে লাগাতে ভুল করেননি বোরে। স্পট কিক থেকে ২-০ গোলে এগিয়ে যায় ইন্টারনাসিওনাল। যোগ করা সময়ে বারিয়েলের গোলে সান্তোস ব্যবধান কমালেও ড্র বা জয়ের জন্য এই একটি গোলই যথেষ্ট ছিল না ।