নিজেদের আর্থিক সক্ষমতার বিষয় সামনে এনে সাবেক বার্সেলোনা কোচের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ভারতের এ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। গেলো মাসে ভারতের কোচের পদ থেকে আরেক স্প্যানিশ কোচ মানেলো মার্কেজ বরখাস্ত হওয়ার পর নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেয় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।
সেই প্রেক্ষিতেই ভারত দলের কোচ হতে আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ। নিজের মেইল থেকে এ আবেদন করেন ২০১০ বিশ্বকাপজয়ী তারকা।
কিন্তু কোচ হিসেবে জাভির বিপুল অঙ্কের বেতনের সামনে বেকায়দায় পড়তে হতো এআইএফএফকে। তাই অনেকটা বাধ্য হয়েই হাই প্রোফাইল এ কোচের আগ্রহকে খারিজ করতে হলো ভারতকে।