এই মাঠটা আল আমিনের চেনা নয়, কিন্তু অনুভূতিটা যেন খুব পরিচিত স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের গল্প একসঙ্গে মিশে গেছে এই মুহূর্তে। অ্যাকাডেমির উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে আবেগে ভেসে যান তরুণ ফুটবলার আল আমিন।
যেখানে একসময় প্রতিভারা হারিয়ে যেতো অন্ধকারে, আজ সেখানেই আলো ছড়াতে এসেছে এক মুখ যাকে দেখেই হয়তো আরও অনেক স্বপ্ন পাখা মেলবে।
মাসখানেক বাদেই আবারো ব্যস্ততা লাল সবুজের জার্সিতে। এশিয়ান কাপের জাতীয় দল ও অনূর্ধ্ব ২৩ বাছাইয়ের ম্যাচ সমসাময়িক সময়েই। যেখানে আল আমিনদের প্রতিপক্ষ বেশ শক্ত। কী ভাবছেন এই নাম্বার নাইন?
বাংলাদেশ ফুটবল দলের স্ট্রাইকার আল আমিন বলেন, ‘অনূর্ধ্ব ২৩ দল এবছর অনেক ভালো হয়েছে। এখানে যে দলই আসুক আমাদের গ্রুপে তাদেরকে ছেড়ে কথা বলা হবে না। বিপক্ষ টিমের উপর আমরা হামলা করবোই। আমরা হাল ছাড়বো না। ’
বয়সটা সবে ২১ বছর। তাই পরিকল্পনা আছে বয়সভিত্তিক দলেও সুযোগ পেলে নিজেকে উজার করে দেয়ার।
আল আমিন বলেন, ‘যেহেতু আমার অনূর্ধ্ব ২৩ খেলার বয়স আছে। যদি আমাকে ডাকা হয় বা আমি যদি সুযোগ পায় তাহলে ভালোটা দেয়া চেষ্টা করবো।’
পার্শ্ববর্তী দেশগুলো যেখানে ইতোমধ্যেই শুরু করেছে চোয়ালবদ্ধ প্রস্তুতি, সেখানে কেবল কোচের নাম ঘোষণা করেছে বাফুফে।
বাফুফে সদস্য মনজুরুল করিম বলেন, ‘দল আসলে ভালো খেলবে। আপনারা খেলার পরে কথা বলেন। আমাদের অনূর্ধ্ব ২৩ দল যেটা হয়েছে সেটা অনেক ভালো হয়েছে। এখানে ভালো খেলোয়াড় রয়েছে। আশা করছি আমরা যেসময় পেয়েছি তা সময়ের মধ্যে কাভার করে ফেলতে পারবো।’
চলতি মাসের শেষেই অনূর্ধ্ব ২৩ ক্যাম্প শুরু করবে বাফুফে। বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিংগাপুর ও ইয়েমেন।