ড্রেসিংরুমে ঝুলিয়ে রাখা রিয়ালের ১০ নম্বর জার্সির একটি ছবি পোস্ট করা হয়। সাদা রঙের সে জার্সিতে লেখা নামটা—এমবাপ্পে। গুলের এই পোস্টে 'লাইক' দিয়েছেন।
এমবাপ্পেও পোস্ট করেন নিজের ইনস্টাগ্রামে। ক্লাবের ১০ নম্বর জার্সি পরে হাত উঁচু করে দাঁড়িয়ে এমবাপ্পে।
ফরাসি তারকার এই পোস্টে আগুনের ইমোজি দিয়ে মন্তব্য করেন লুকা মদরিচ। ২০২৫-২৬ মৌসুম থেকে রিয়ালের নতুন ১০ নম্বর হবে এমবাপ্পের জার্সির সঙ্গে এমবাপ্পের ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে।
নিজের জীবন নিয়ে তিনি যে কমিক বই বের করেছেন, সেখানে একটি দৃশ্যে দেখা যায়, খুব অল্প বয়সী এমবাপ্পে বড়দিনের উপহার হিসেবে রিয়ালের ১০ নম্বর জার্সি পেয়েছেন।