প্রীতি ম্যাচে বড় জয়ে নিজেদের ঝালিয়ে নিলো বার্সেলোনা

ম্যাচে বার্সেলোনার খেলোয়াড়দের একাংশ
ফুটবল
এখন মাঠে
0

ক্লাব প্রীতি ম্যাচে সোমবার (৪ আগস্ট) গাভির জোড়া গোলে দেগুকে ৫-০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। মৌসুমে লা-লিগার যাত্রা শুরুর আগে এ ম্যাচ দিয়ে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নিয়েছেন খেলোয়াড়রা।

ম্যাচের ২১ মিনিটে প্রথম আঘাত হানে বার্সেলোনা। দারুণ নিচু শটে দলকে এগিয়ে নেন গাভি। এরপর ২৭ মিনিটে বাঁ দিক থেকে জেরার্ড মার্টিনের পাস থেকে গোল করেন পোলিশ তারকা লেভানডস্কি। 

আরও পড়ুন:

বিরতির ঠিক আগে অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন গাভি। ৫৪ মিনিটে গোল করে ব্যবধান বাড়ান ১৭ বছর বয়সী ফরোয়ার্ড আন্তোনি ফের্নান্দেস।

৬৫ মিনিটে এরিক গার্সিয়ার পাস থেকে দলের পঞ্চম গোল করেন রাশফোর্ড। আগামী রোববার (১০ আগস্ট) কোমোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে গত মৌসুমের লা-লিগা চ্যাম্পিয়নরা।

এসএইচ