জার্মান ক্লাব আরবি লাইপজিগ থেকে মোটা অঙ্কের বিনিময়ে এ স্ট্রাইকারকে দলে নিয়েছে রেড ডেভিলরা। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, বেঞ্জামিন সেসকোকে দলে পেতে সবমিলিয়ে ৮৫ মিলিয়ন ইউরো খরচ করেছে ইংলিশ জায়ান্টরা।
গেল দুই মৌসুম ধরেই উড়ন্ত ছন্দে ছিলেন সেসকো। নজর কেড়েছিলেন ইউরোপের বেশকিছু বড় দলের। তবে শেষ পর্যন্ত তাকে দলে নেয়ার দৌড়ে ছিল কেবল ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসেল। সেখান থেকে সেসকো বেছে নিলেন ম্যান ইউনাইটেডকেই।
ম্যাথিয়াস কুনহা এবং ব্রায়ান এমবুয়েমোর পর চলতি মৌসুমে ইউনাইটেডের আক্রমণভাগে নতুন সংযোজন বেঞ্জামিন সেসকো।