নতুন মৌসুমে এএফসি চ্যালেঞ্জ লিগকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আবাহনী। ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের বিপক্ষে নিজেদের সেরাটা দেয়ার ছক কষছে কোচ মারুফুল হকের শিষ্যরা। দলবদলের শুরুতে বেশ কিছু চমক দিলেও হৃদয়'সহ বেশ কিছু ফুটবলার বিদায় জানান ঐতিহ্যবাহী এ ক্লাবটিকে। এমন অবস্থায় দলের শক্তির জায়গা কমেনি বলে মত আকাশী নীলদের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘গত বছর যদি আমরা লীগের পারফরম্যান্স বিবেচনায় নেই আমাদের ডিফেন্ডাররা সবচেয়ে কম গোল খেয়েছিল। ফাস্ট লেগে একটা গোল রিসিভ করেছিল। সেকেন্ড লেগে তিনটা। আমাদের ডিফেন্সের যে গ্রুপটা আছে সেটাকে রেখে আমরা চেষ্টা করেছি খেলায় আমাদের অনেকগুলো গোল মিস হয়েছে।’
আবাহনীর এবার সবচেয়ে বড় আকর্ষণ সুলেমান দিয়াবাতেকে দলে অন্তর্ভুক্ত করা। টানা ৬ মৌসুম মোহামেডানকে সার্ভিস দেয়া মালির এই স্ট্রাইকারও প্রস্তুত নিজের সেরাটা দিতে। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের প্রতি বিশ্বাস আছে তার।
নতুন মৌসুমকে সামনে রেখে মোরসালিন, আল-আমিন ও কাজেম শাহ'দের মত ফুটবলারদের দলে ভিড়িয়েছে আকাশি নীল'রা। মাঠে তাদের কাছ থেকে পূর্ণ সহায়তা পেতে বেশ আশাবাদী দিয়াবাতে। সেই সাথে দলটির টেকনিক্যাল দিকগুলোর কাজ নিয়ে প্রশংসা করেন এ স্ট্রাইকার।
ম্যাচের আগের দিন আবাহনীর প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড ঢাকায় আসবে চার্টার্ড ফ্লাইটে করে। আর ম্যাচের দুদিন আগেও সিটি সার্ভিসের লোকাল বাসে চেপে জাতীয় স্টেডিয়ামে আসে পুরো দল। তাইতো আরও একটি পেশাদার লিগের আগে বিপিএলের দলগুলো কতটুকু পেশাদার হতে পেরেছে সেটিই এখন বড় প্রশ্ন।