প্রীতি ম্যাচে ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে রিয়াল

রিয়াল মাদ্রিদ
ফুটবল
এখন মাঠে
0

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে আজ (মঙ্গলবার, ১৩ আগস্ট) অস্ট্রিয়ান ক্লাব ডব্লিউএসজি টিরোলকে ৪-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচের দশ মিনিটে ব্রাহিম দিয়াসের ক্রসে বক্সে হেডে দলকে এগিয়ে নেন মিলিতাও।

হাঁটুর গুরুতর চোটে লম্বা সময় বাইরে থাকা ব্রাজিলিয়ান ডিফেন্ডার ২০২৪ সালের নভেম্বরের পর প্রথমবার রিয়ালের শুরুর একাদশে নেমেই গোলের দেখা পান।

১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৫৯তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ৮১ মিনিটে এমবাপ্পের পাস থেকে স্বাগতিকদের কফিনে চতুর্থ পেরেক ঠুকে দেন ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো।

আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে রিয়াল মাদ্রিদ।

সেজু