বার্সায় ফুটবল শিখছেন বাংলাদেশের শায়ান, লাল সবুজের হয়ে খেলতে চান

শায়ান সালাম (ফুটবল পায়ে), লা মাসিয়া অ্যাকাডেমি
ফুটবল
এখন মাঠে
0

বিশ্ববিখ্যাত ফুটবল অ্যাকাডেমি বার্সেলোনার লা মাসিয়ায় দুই বছর আগে যোগ দিয়েছেন বাংলাদেশের শায়ান সালাম। শিখছেন ফুটবলের বিভিন্ন কৌশল। দক্ষতা বাড়িয়ে মেসি, নেইমার, রোনালদোর মতো ফুটবলারদেরও ছাড়িয়ে যেতে চান ছোট্ট শায়ান। এমনই স্বপ্নবাজদের নিয়ে ভবিষ্যতে কাজ করার কথা জানান বাফুফের সদস্য জাকির হোসেন।

বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে ফুটবল অ্যাকাডেমি। তবে ফুটবল ইতিহাসে সবচেয়ে বিখ্যাত অ্যাকাডেমি কোনটা? সম্ভবত বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমি। কারণ এ অ্যাকাডেমি থেকে শুধু যুগে যুগে বার্সেলোনার সেরা ফুটবলাররাই উঠে আসেননি, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, জাভি হার্নান্দেজের মতো ফুটবলাররা গড়েছেন ইতিহাস, দীর্ঘসময় রাজ করছেন বর্তমান ফুটবল বিশ্বে।

বিখ্যাত স্প্যানিশ ফুটবল ক্লাব বার্সেলোনার সেই যুব অ্যাকাডেমিতে দুই বছর ধরে ফুটবল শিখছেন বাংলাদেশের শায়ান সালাম। স্বপ্ন দেখেন মেসি রোনালদোর মতো বিশ্বসেরা হওয়ার।

শায়ান সালাম বলেন, ‘বয়সভিত্তিক ম্যাচ খেলায়। আমাদের বয়সের জন্য লিগ ম্যাচ আছে, এখানে আমি যা জানি নেই। ওখানে আমার মনে হয় আরেকটু কঠোর।’

বাফুফের নির্বাহী সদস্য জাকির হোসেন বলেন, ‘ও তো এখনও ১৫ বছরে পা দেয়নি। আশা করি আগামীতে আমাদের যদি অনূর্ধ্ব-১৫ জাতীয় দল হয় সেখানে ওরে কল করবো। কিংবা আরও যদি কেউ থাকে তাদেরও কল করবো।’

স্পেনে পরিবারের সঙ্গে থাকা শায়ান কয়েকদিনের জন্য বাংলাদেশে এসেছেন ঘুরতে। সে সুযোগে বাবার ক্লাব মোহামেডানে দিয়েছেন উকি। দেশের ফুটবল নিয়ে জানিয়েছেন নিজের ইচ্ছের কথা।

শায়ান সালাম বলেন, ‘নিজের দেশের দলের জন্য, বাংলাদেশের জন্য খেলতে চাই। আগামী বার্সা ক্লাবের জন্য খেলতে চাই।’

জাকির হোসেন বলেন, ‘আগামীতে যে যেন পরিপক্ব হয়ে বাংলাদেশের জাতীয় দলে খেলতে পারে এটাই আমাদের আশা।’

বাংলাদেশের জার্সিতে একদিন খেলবেন ছিনিয়ে আনবেন না জেতা সব ট্রফি এ আশা কিশোর শায়ানের।

এসএস