রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও

ফ্যাবিও ডেইভসন লোপেজ
ফুটবল
এখন মাঠে
0

সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন ব্রাজিলিয়ান গোলরক্ষক ফ্যাবিও ডেইভসন লোপেজ। ১৯৯৭ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ফ্যাবিও'র। ২৮ বছরের পুরো ক্যারিয়ারই ছিল ব্রাজিলে, ৫টি ক্লাবের হয়ে খেলেছেন ১৩৯১ ম্যাচ।

ফ্লুমিনেন্স ছাড়াও তিনি খেলেছেন উনিয়াও বান্দেইরান্তে, অ্যাতলেটিকো পারানায়েস, ভাস্কো দ্য গামা ও ক্রুজেইরোর হয়ে। সর্বোচ্চ ৯৭৬টি ম্যাচ খেলেছেন ক্রুজেইরোর জার্সিতে। বিশ্বরেকর্ড গড়ার দিনে ফ্লুমিনেন্সের হয়ে তার ম্যাচটি ছিল ২৩৫তম।

এ ছাড়া ভাস্কো দ্য গামার হয়ে খেলেছেন দেড়শ ম্যাচ। গিনেসবুক রেকর্ডে ইংলিশ ফুটবলার শিলটনের ১৩৯০ ম্যাচ খেলার রেকর্ড ছিল। যদিও তিনি ১৩৮৭ ম্যাচ খেলার কথা জানান। ১৯৯৭ সালে ব্রাজিলের জার্সিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন ফ্যাবিও। এরপর ক্যারিয়ারে বাকিটা সময় কেটেছে বিভিন্ন ক্লাবে।

সেজু