ইউরোপিয়ান লিগে মৌসুমের দ্বিতীয় সপ্তাহের খেলা মাঠে গড়াচ্ছে আজ

ইউরোপিয়ান লিগগুলোর লোগো
ফুটবল
এখন মাঠে
0

জমে উঠেছে ইউরোপিয়ান লিগগুলোর ব্যস্ততা। দ্বিতীয় সপ্তাহে বড় দলগুলোর মধ্যে আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, অ্যান্টন ভিলা। লা লিগাতে বার্সেলোনা, অ্যাতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে, আজ (শনিবার, ২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে ইতালিয়ান সিরি-আ। প্রথম দিনে মাঠে নামছে নাপোলি, রোমা, মিলানের মতো বড় ক্লাবগুলো।

শুরু হয়ে গেছে ইউরোপিয়ান লিগগুলোর ব্যস্ততা। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা ও লিগ ওয়ানের একটি করে লিগ শেষ হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে আছে বেশকিছু বড় দলের ম্যাচ।

প্রিমিয়ার লিগে ভিন্নভিন্ন ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ম্যানসিটি, অ্যাস্টন ভিলা, আর্সেনাল। বাংলাদেশ সময় আজ (শনিবার, ২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ম্যানসিটি লড়বে টটেনহ্যামের বিপক্ষে। রাত ৮টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে অ্যাস্টন ভিলা এবং লিডস ইউনাইটেডের বিপক্ষে আর্সেনাল মাঠে নামবে রাত সাড়ে ১০টায়।

আরও পড়ুন:

এদিকে লা লিগায় আজ দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে মাল্লোরকা ও সেল্টা। দ্বিতীয় ম্যাচে রাত সাড়ে ১১টায় মাঠে নামবে অ্যাতলেটিকো মাদ্রিদ ও এলচে। এরপর দিবাগত রাত দেড়টায় স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে লেভান্তের বিপক্ষে।

এছাড়া ইতালিয়ান সিরি-আতে আজ সাসুওলোর বিপক্ষে মাঠে নামবে নাপোলি এবং জেনোয়ার বিপক্ষে লড়বে লেচ্চে। দু'টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ১০টায়। দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ক্রিমোনেসের বিপক্ষে মাঠে নামবে এসি মিলান এবং বলোগনার বিপক্ষে মাঠে নামবে রোমা।

অন্যদিকে লিগ ওয়ানে রাত ৯টায় অলিম্পিক ডি মার্শেই ও প্যারিস ফুটবল ক্লাব এবং রাত ১১টায় নিস ও অক্সারের ম্যাচ।

এসএইচ