সৌদি সুপার কাপ: ফাইনালে আল আহলি-আল নাসর দৈরথ আজ

সৌদি সুপার কাপ ফাইনালে খেলা দু'দলের লোগো
ফুটবল
এখন মাঠে
0

সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির বিপক্ষে মাঠে নামছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। হংকং স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ (শনিবার, ২৩ আগস্ট) সন্ধ্যা ৬টায়।

ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী আল নাসরের পর্তুগিজ কোচ জর্জ জেসুস। তিনি জানান, দলটি এ আসরের শিরোপা জেতার সামর্থ্য রাখে। এ ফাইনাল বিশ্বমঞ্চে সৌদি ফুটবলের উত্থানের এক বড় প্রদর্শনী হবে বলে মত তার।

আরও পড়ুন:

পূর্বের পরিসংখ্যান দেখলে এ ম্যাচে ফেভারিট হিসেবে আল নাসরকেই এগিয়ে রাখা যায়। শেষ ৭ বারের দেখায় আল আহলির কাছে কোনো ম্যাচ হারেনি দলটি। এমনকি শেষ চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে আল নাসর।ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে পাওয়া যাবে না নাসরের তারকা ফুটবলার সাদিও মানেকে।

এসএইচ