বিরতি থেকে ফিরে ম্যাচে ফেরার চেষ্টা চালায় ফ্লোরিডার দলটি। ম্যাচের ৬৪ মিনিটে রদ্রিগেজের গোলে সমতায় ফেরে মায়ামি। এরপর আর কোনো গোল না হলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ইন্টার মায়ামি। ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে সবার উপরে ফিলাডেলফিয়া। সমান সংখ্যক ম্যাচ খেলে ৫২ পয়েন্টে টেবিলের দুইয়ে রয়েছে সিনসিনাটি।