লিগ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচেই বোর্নমাউথের বিপক্ষে ৪-২ গোলের দারুণ এক জয় পেয়েছে লিভারপুল। দলে একাধিক নতুন সাইনিং প্রথম ম্যাচেই নিজেদের প্রমাণ করেছেন দারুণভাবে। নিউক্যাসেলের বিপক্ষে ম্যাচের আগে তাই ফুরফুরে মেজাজে আছে অলরেডরা।
আরও পড়ুন:
বিপরীতে নিউক্যাসেল ইউনাইটেড প্রাক মৌসুম থেকেই ধুঁকছে। একাধিক খেলোয়াড়ের চলে যাওয়ার পর থেকেই ছন্দে নেই ম্যাগপাইরা।
অপরদিকে ইতালিয়ান সিরি-আতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে শিরোপাপ্রত্যাশী ইন্টার মিলান। গেলো মৌসুমে শেষ দিনে শিরোপা হারিয়েছিল দলটি। দুঃস্বপ্নের সেই ক্ষত শুকিয়ে এবার তাদের নতুন করে শুরু করার মিশন।