নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের শ্বাসরুদ্ধকর জয়

জয়ের পর লিভারপুল খেলোয়াড়ের উচ্ছ্বাস
ফুটবল
এখন মাঠে
0

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। যোগ করা সময়ের দশম মিনিটে জয় নিশ্চিত করেছে অলরেডরা।

সেইন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল স্বাগতিক নিউক্যাসলের। তবে ম্যাচে প্রথম গোল পায় লিভারপুল। দর্শনীয় এক শটে অলরেডদের এগিয়ে দেন রায়ান গ্রাভেনবার্খ।

প্রথমার্ধের অন্তিম সময়ে অ্যান্থনি গর্ডন লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় নিউক্যাসল। দ্বিতীয়ার্ধের শুরুতে হুগো একিতিকে গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। অবশ্য সেখান থেকে ম্যাচে ফেরে স্বাগতিকরা।

৫৭ মিনিটে ব্রুনো গিমারায়েস এবং ৮৮ মিনিটে উইলিয়াম ওসুলা গোল করে ম্যাচে ২-২ সমতা আনেন। যোগ করা সময়ের শেষ মিনিটে লিভারপুলকে ৩-২ গোলের জয় নিশ্চিত করেন রিও এনগুমোয়া।

এএইচ