তবে মাঠে নেমেই চমক দেখালেন আর্জেন্টাইন জাদুকর। প্রথমার্ধে যোগ করা সময়ে অরল্যান্ডোর উইঙ্গার মার্কো পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি।
কিন্তু নির্ধারিত সময়ের শেষ ১৫ মিনিটে জোড়া গোল করে ম্যাচের গতিপথ পাল্টে দেন মেসি।
আরও পড়ুন:
৭৫ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করেন এল এম টেন। ৮৮ মিনিটে আলাবার পাস থেকে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন তিনি।
মায়ামির হয়ে এ বছর তার গোলসংখ্যা ৩৩ ম্যাচে ২৭। যোগ করা সময়ে কফিনে শেষ পেরেক ঠুকেন তেলেসকো সেগোভিয়া।