অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ: বাহরাইনে বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী কোচ ফাহমিদুল

অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
1

অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে বাহরাইনের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন কোচ সাইফুল বারী টিটু। তবে আসরে যোগ দিলেও প্রথম ম্যাচ ভিয়েতনামের বিপক্ষে আপাতত পরিকল্পনায় নেই ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এদিকে জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের উপস্থিতিতে দলের শক্তিমত্তা বৃদ্ধিতে বাছাইপর্ব পেরোনোর আশা খেলোয়াড়দের।

বেশ জোরেসোরে প্রস্তুতি চলছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। মিশন এশিয়ান কাপের টিকিট। এর আগে আসরে ৬ বার খেললেও প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে এবার দেশি-বিদেশি খেলোয়াড়দের মেলবন্ধনে অধরা স্বপ্ন পূরণ লক্ষ্যে বাংলাদেশ দল।

অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘বাহরাইনের শক্তিমত্তা এবং তাদের সঙ্গে কম্পিট করার যে প্ল্যান নিয়ে আমরা গিয়েছিলাম, তা কমপ্লিট করার পর যেটা আসছে যে একটা রিয়েলিস্টিক চান্স আমরা মনে করছি। কারণ ভিয়েতনামের বিপক্ষে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ওই ম্যাচকে আমরা এখন ফোকাস করছি।’

আসরকে সামনে রেখে কিউবা মিচেল, জায়ান আহমেদসহ ৪ বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার থাকছেন সাইফুল বারী টিটুর দলে।এরমধ্যে ক্লাব থেকে যোগ দিয়ে দলের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছেন কিউবা। তবে এখনও ভিয়েতনামের ম্যাচে পরিকল্পনায় থাকছেন না ফাহমিদুল।

আরও পড়ুন:

কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘ফাহমিদুল আসাটা আমাদের জন্য অবশ্যই শক্তি বাড়ার ব্যাপার। কিন্তু সেটা পরের দুই ম্যাচের জন্য রাখছি। কারণ এটা আসলে জাস্টিফাই হয় না যে একজন প্লেয়ার আসলো এ টিমের সঙ্গে প্র্যাকটিস না করেই। ন্যাশনাল টিমের সিনিয়র টিমে খেলে এবং যারা নিয়মিত প্লেয়িং টাইম পায় ওদের ক্যাপাবিলিটি থাকলে তারা শুরু করবে। কেউ যদি তার চেয়ে সুপেরিয়রিটি দেখায় তাহলে সে শুরু করবে। এ বিষয়গুলো আমরা কনসিডারেশনে রাখবো।’

অনূর্ধ্ব-২৩ বাংলাদেশ ফুটবল দলের মিডফিল্ডার শেখ মোরসালিন বলেন, ‘আমরা যারা লোকাল আছি তারাও সবাই খুব ভালো। কিউবা, জায়ান তারাও খুব ভালো। আমি মনে করি এটা আমাদের জন্য পজিটিভ। ওরা আসাতে আমরা মানসিকভাবে আরও উন্নত।’

মোরসালিন বলেন, ‘সিনিয়র ন্যাশনাল দলে খেলা প্লেয়ার আবার অনূর্ধ্ব-২৩ দলে খেলছে এটা আমাদের জন্য একটা অভিজ্ঞতা। কোচরা সবসময় আমাদের এভাবেই মোটিভেট করার চেষ্টা করছেন।’

এদিকে দলের সঙ্গে তিনদিন হয়েছে দলের সঙ্গে অনুশীলন করছেন কিউবা মিচেল।

ইএ