মোনাকোয় ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের
ফুটবল
এখন মাঠে
0

মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে ৩৬ দলের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ড্র। নতুন ফরম্যাটে নেই গ্রুপ পর্ব। লিগ পর্বে প্রতিটি দল খেলবে আটটি করে ম্যাচ। এ আট ম্যাচের চারটি খেলবে ঘরের মাঠে এবং অন্য চারটি প্রতিপক্ষের মাঠে।

প্রাথমিক র‍্যাংকিং অনুযায়ী চারটি পটের প্রতিটিতে রাখা হয় ৯টি করে দল। ড্রয়ে প্রতিটি পট থেকে নির্বাচন করা হয় দুটি করে প্রতিপক্ষ। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি জায়গা করে নেবে শেষ ১৬ তে।

আর টেবিলের ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলোর মধ্যে হোম-অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ লড়াই শেষে আটটি দল পাবে শেষ ষোলোর টিকেট। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত হবে লিগ পর্বের খেলা। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ফাইনাল হবে ২০২৬ সালের ৩০ মে।

এএইচ