গত বুধবার (২৭ আগস্ট) বেনফিকার সাথে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তুরস্কের ক্লাবটি। অন্যদিকে একটি জয় ও ড্র নিয়ে তুর্কি সুপার কাপে ফেনেরবাচের অবস্থান এখন সাত নম্বরে। তাই ক্লাবে মরিনহোর অবস্থান একটু নড়বড়েরই ছিল।
আরও পড়ুন:
পর্তুগীজ এ কোচ টটেনহ্যামের দায়িত্বে থাকাকালীন চ্যাম্পিয়নস লিগের ডাগ আউটে শেষবার দাঁড়িয়েছিলেন ২০২০ সালে। এরপর দুই হাজার দিন কেটে গেলেও তিনি আর এ প্রতিযোগিতায় ফিরতে পারেননি।
দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগীজ এ কোচকে এবার ছাটাই করলো তুরস্কের ক্লাবও, যদিও ফেনেরবাচের সাথে এখনও চুক্তির এক বছর বাকি ছিল মরিনহোর।