ফেনেরবাচের দায়িত্ব থেকে মরিনহোকে অব্যাহতি দিয়েছে

হোসে মরিনহো
ফুটবল
এখন মাঠে
0

হোসে মরিনহোকে ফেনেরবাচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে ব্যর্থ হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

গত বুধবার (২৭ আগস্ট) বেনফিকার সাথে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে যায় তুরস্কের ক্লাবটি। অন্যদিকে একটি জয় ও ড্র নিয়ে তুর্কি সুপার কাপে ফেনেরবাচের অবস্থান এখন সাত নম্বরে। তাই ক্লাবে মরিনহোর অবস্থান একটু নড়বড়েরই ছিল।

আরও পড়ুন:

পর্তুগীজ এ কোচ টটেনহ্যামের দায়িত্বে থাকাকালীন চ্যাম্পিয়নস লিগের ডাগ আউটে শেষবার দাঁড়িয়েছিলেন ২০২০ সালে। এরপর দুই হাজার দিন কেটে গেলেও তিনি আর এ প্রতিযোগিতায় ফিরতে পারেননি।

দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতা পর্তুগীজ এ কোচকে এবার ছাটাই করলো তুরস্কের ক্লাবও, যদিও ফেনেরবাচের সাথে এখনও চুক্তির এক বছর বাকি ছিল মরিনহোর।

এসএস