সাফে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৭ নারী দল
ফুটবল
এখন মাঠে
0

অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের থিম্পুতে ভারতের বিপক্ষে অর্পিতা সৌরভীতের লড়াই শুরু বাংলাদেশ সময় আজ (রোববার, ৩১ আগস্ট) দুপুর ৩টায়।

ভুটানের বিপক্ষে ১-১ গোলে ড্র করায় আগেই শিরোপা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে ৫ ম্যাচ খেলে সবকয়টিতে জিতে ১৫ পয়েন্টে টেবিলের শীর্ষে অবস্থান ভারতের।

আরও পড়ুন:

এদিকে পয়েন্ট এবং গোল ব্যবধান দুটোতেই প্রতিবেশী দেশটির থেকে পিছিয়ে দ্বিতীয়তে আছে আছে লাল সবুজের প্রতিনিধিরা।

তবে ভারতকে হারিয়ে আসর শেষ করতে চায় মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। চ্যাংলিমিথান স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশের কিশোরীরা।

সেজু