অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ: ভারতের বিপক্ষে ৪-৩ গোলে বাংলাদেশের জয়

জয়ের পর বাংলাদেশ দলের খেলোয়াড়ের উচ্ছ্বাস
ফুটবল
এখন মাঠে
0

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে নিয়মরক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বাংলাদেশ। ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে মাত্র ৩০ সেকেন্ডে গোল উৎসবে মাতে বাংলাদেশ। মামনি চাকমার পাসে হেড থেকে গোল করেন পূর্ণিমা।

ফুটবলে বয়সভিত্তিক এ টুর্নামেন্টে এটাই দ্রুততম গোলের রেকর্ড। ৮ মিনিটের ব্যবধানে আনুষ্কা কুমারির গোলে সমতায় ফেরে ভারত। ৩৩ মিনিটে ভারতের ডিফেন্ডারদের অমনোযোগিতায় প্রথমে সৌরভী আকনন্দের কাছে সুযোগ আসে গোল করার। তবে এ ফরোয়ার্ড সেটা হাতছাড়া করলে আরেক খেলোয়াড় আল্পি আক্তার কাজে লাগিয়েছে দারুণভাবে।

বিরতির আগে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বাংলাদেশের গোল উৎসব। একাই ডি বক্সের ভেতরে ঢুকে গোল করেন সৌরভী।

পরে দারুণভাবে ২ গোল করে ম্যাচে ফিরে ভারত। শেষ পর্যন্ত বাংলাদেশের ডেরায় গোলউৎসবে নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এএইচ