দায়িত্ব নেয়ার দুই ম্যাচের মাথায় বরখাস্ত টেন হাগ!

এরিক টেন হাগ
ফুটবল
এখন মাঠে
0

বুন্দেসলিগায় মাত্র দুই ম্যাচ দায়িত্ব পালন করার পরই এরিক টেন হাগকে বরখাস্ত করেছে বায়ার লেভারকুজেন। শনিবার (৩০ আগস্ট) ব্রেমেনের ১০ জনের বিপক্ষে ৩-১ গোলে লিড হারিয়ে ড্র করার পর জার্মান ক্লাবটি এমন সিদ্ধান্ত নিয়েছে।

আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) লেভারকুজেন কর্তৃপক্ষ টেন হাগকে বরখাস্ত করার সিদ্ধান্ত জানালে এদিনের ট্রেনিং সেশনও বিলম্ব হয়। মৌসুমের শুরু থেকে ডাচ এই কোচের অধিনে দলের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। 

নতুন সিজনে ডিএফপি পোকালের সঙ্গে ৪-০ গোলে জয় দিয়ে শুরু করলেও লিগের প্রথম ম্যাচে হফেইনহামের বিপক্ষে হারতে হয় লেভারকুজেনকে।

আরও পড়ুন:

এরপর ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। যদিও ম্যাচটিতে প্রায় ৩০ মিনিট ১০ জন ফুটবলার নিয়ে খেলে বিপক্ষ দল।

আন্তর্জাতিক ছুটিতে টেন হাগের জায়গায় জার্মান ক্লাবটি তাদের নতুন কোচ নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফিফা উইন্ডোর ছুটি শেষে বুন্দেসলিগার ম্যাচে ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে লেভারকুজেনের নতুন কোচকে ডাগ-আউটে দেখা যাবে।

এসএইচ