হার দিয়ে শুরু অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্ব শুরু বাংলাদেশের

বাংলাদেশ-ভিয়েতনাম ম্যাচ চলাকালীন মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

হার দিয়ে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে ২-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। গতকাল (বুধবার, ৩ সেপ্টেম্বর) ভিয়েত ত্রি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ 'সি'-এর ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের হার বরণ করতে হয়েছে বাংলাদেশকে।

এ ম্যাচ দিয়েই বাংলাদেশের হয়ে প্রথমবার একইসঙ্গে মাঠে দেখা যায় দুই প্রবাসী ফুটবলার কিউবা মিচেল এবং জায়ান আহমেদ। তবে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেননি কেউই। তবে ম্যাচের শুরুটা ইতিবাচক ছিল বাংলাদেশের। উচ্চচাপে খেলা শুরু করলেও দ্রুতই ভিয়েতনামের গতির কাছে পিছিয়ে যেতে হয়। ১৫ মিনিটের মাথায় নিগক মিইকে গোল করলে প্রথম ধাক্কা খায় বাংলাদেশের যুবারা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে মিচেলের বদলে মাঠে নামেন রাব্বি হোসেন রাহুল। কিন্তু বাংলাদেশের খেলার ধারা পাল্টায়নি। দ্বিতীয়ার্ধে ভিয়েতনামের দুই প্রচেষ্টা ফিরে আসে বারপোস্ট থেকে। মাঠে একাধিক পরিবর্তন এনেও সুবিধা করতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। বরং ৮৩ মিনিটে লে ভিক্টর গোল করলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

আগামী ৬ সেপ্টেম্বর বাংলাদেশের পরের ম্যাচ হবে ইয়েমেনের বিপক্ষে।

ইএ