ভক্তদের চোখ থাকবে স্প্যানিশ ছন্দময়ী ফুটবল অর্কেস্ট্রা লামিনে ইয়ামাল ও তরুণ তুর্কি নিকো উইলিয়ামসের দিকে। বল পজেশন ও ট্যাকটিক্যালি বেশ এগিয়ে থাকবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
আরও পড়ুন:
অন্যদিকে 'এ' গ্রুপে অপ্রত্যাশিতভাবে স্লোভাকিয়ার সঙ্গে হারে কিছুটা ব্রিবত জার্মান শিবির। জার্মানির বিপক্ষে আগের দুই দেখায় পরাজয় বরণ করে নর্দান আয়ারল্যান্ড। বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়েই আগের ম্যাচের ব্যর্থতার বৃত্ত ভাঙ্গতে চান নাগেলসম্যানের শিষ্যরা।