বিশ্বকাপ বাছাইয়ে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে স্পেন-জার্মানি

জার্মানি বনাম নর্দান আয়ারল্যান্ডে
ফুটবল
এখন মাঠে
0

বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে নিজ নিজ খেলায় জয় পেয়েছে দুই ইউরোপিয়ান হেভিওয়েট স্পেন এবং জার্মানি। আগের ম্যাচে অঘটনের শিকার জার্মানি এদিন জয় পেয়েছে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে।

সার্জ ন্যাব্রি, ফ্লোরিয়ান উইর্টজ এবং নাদিম আমিরির গোলে জয় নিশ্চিত হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নর্দান আয়ারল্যান্ডের হয়ে স্বান্তনাসূচক গোল করেন ইয়াক প্রাইস।

আরও পড়ুন:

রাতের অন্য ম্যাচে তুরস্কের জালে ছয় গোল দিয়েছে স্পেন। ২০১০ সালের পর প্রথম স্প্যানিশ মিডফিল্ডার হিসেবে হ্যাটট্রিক করেছেন মিকেল মেরিনো। জোড়া গোল করেছেন পেদ্রি।

ম্যাচের অন্য এক গোল এসেছে ফেরান তরেসের কাছ থেকে।

এসএস