নেপালে পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় দেশে ফেরেনি ফুটবল দল, হোটেলেই অবস্থান

দেশ ছেড়ে যাওয়ার আগে বাংলাদেশ ফুটবল দল
ফুটবল
এখন মাঠে
0

নেপালের চলমান পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দেশে ফেরা হচ্ছে না বাংলাদেশ ফুটবল দলের। আজ (মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর) তাদের দেশে ফেরার কথা থাকলেও নেপালে টিম হোটেলেই অবস্থান করছেন তারা।

আজ নেপালের বিপক্ষে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) থেকেই পরিস্থিতি প্রতিকূল হওয়ায় শঙ্কা জাগে ম্যাচ নিয়ে। 

শুরুতে অনুশীলন বাতিল, এরপর রাতে ম্যাচও বাতিল করা হয়। বাফুফের পক্ষ থেকে রাতেই জানানো হয়, ম্যাচ বাতিল হওয়ায় আজ বিকেল ৩টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফিরবেন জামাল ভূঁইয়ারা।

আরও পড়ুন:

তবে আবারও নেপালের পরিস্থিতি নাগালের বাইরে চলে যাওয়ায়, নিরাপত্তার শঙ্কায় পড়েন ফুটবলাররা। এর মধ্যে বাতিল হয় কাঠমান্ডুর সব ফ্লাইটও। 

হাইকমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয় কাউকে বের না হতে। ফলে টিম হোটেলে অনেকটা বন্দী অবস্থায় সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা।

এসএইচ