হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে ৩৯তম গোল পেয়েছেন রোনালদো। বাছাইপর্ব বিবেচনায় পর্তুগিজ এ তারকাই এখন আছেন সবার শীর্ষে। স্পর্শ করেছেন গুয়াতেমালার ফুটবলার কার্লোস রুইজের কীর্তি।
আরও পড়ুন:
৪৭ ম্যাচে ৩৯ গোল আছে রুইজের। তিনে থাকা লিওনেল মেসি ৭২ ম্যাচে করেছেন ৩৬ গোল। রোনালদোর সামনে অবশ্য নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।
ইনজুরিমুক্ত থাকলে অক্টোবর এবং নভেম্বর মাসে আরও চারটি ম্যাচ খেলবেন সিআরসেভেন।