হাঙ্গেরির বিপক্ষে গোল করে রোনালদোর নতুন রেকর্ড

রোনালদোর নতুন রেকর্ড
ফুটবল
এখন মাঠে
0

আরও একটা দিন, ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে আরও একটা রেকর্ড। হাঙ্গেরির বিপক্ষে একটি গোল করেছেন রোনালদো। ম্যাচে পেনাল্টিতে গোল করেই নতুন ইতিহাস গড়েছেন সিআর সেভেন। বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার কাতারে নাম লিখিয়েছেন রোনালদো।

হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ বাছাইয়ে ৩৯তম গোল পেয়েছেন রোনালদো। বাছাইপর্ব বিবেচনায় পর্তুগিজ এ তারকাই এখন আছেন সবার শীর্ষে। স্পর্শ করেছেন গুয়াতেমালার ফুটবলার কার্লোস রুইজের কীর্তি।

আরও পড়ুন:

৪৭ ম্যাচে ৩৯ গোল আছে রুইজের। তিনে থাকা লিওনেল মেসি ৭২ ম্যাচে করেছেন ৩৬ গোল। রোনালদোর সামনে অবশ্য নিজের গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ থাকছে।

ইনজুরিমুক্ত থাকলে অক্টোবর এবং নভেম্বর মাসে আরও চারটি ম্যাচ খেলবেন সিআরসেভেন।

এফএস