লা লিগায় রিয়াল মাদ্রিদের টানা চতুর্থ ম্যাচ জয়

লা লিগা
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। নতুন কোচ শাবি আলোন্সোর অধীনে লিগে টানা চতুর্থ ম্যাচে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। শনিবার রাতে এক জন কম নিয়ে প্রায় এক ঘণ্টা খেলেও সোসিয়েদাদের মাঠ থেকে ২–১ গোলের রোমাঞ্চকর জয় ছিনিয়ে আনল লস ব্লাঙ্কোসরা।

সবশেষ সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে ১০ জনের রিয়াল মাদ্রিদ জয় পেয়েছে ২-১ গোলে। ম্যাচের ১২ মিনিটেই কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। এর মিনিট বিশেক পরেই ১০ জনের দলে পরিণত হয় তারা। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিন হুইসেন।

আরও পড়ুন:

প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর্দা গুলের। বিরতির পর ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-১ করেন সোসিয়েদাদের ফরোয়ার্ড ওইয়ারজাবাল। শেষ পর্যন্ত আর গোল না হলে টানা চতুর্থ জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

চার ম্যাচে চার জয় নিয়ে রিয়াল মাদ্রিদ ১২ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে, দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে তারা।

ইএ