আলিয়াঞ্জ স্টেডিয়ামে লয়েড কেলির গোলে ম্যাচের ১৪ মিনিটেই লিড নেয় য়্যুভেন্তাস। ৩০ মিনিটে ইন্টারকে সমতায় ফেরান হাকান চাহানাগ্লু। ৩৮ মিনিটে কেনান ইয়ালদিজের গোলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় য়্যুভেন্তাস।
আরও পড়ুন:
বিরতির পর ৬৫ এবং ৭৬ মিনিটে টানা দুই গোল করে ম্যাচে প্রথমবার লিড নেয় ইন্টার। যদিও ৮৩ মিনিটে কেফ্রেন থুরাম আর ৯১ মিনিটে আদজিচের গোলে ৪-৩ গোলের জয় নিশ্চিত করে তুরিনের ক্লাবটি।
এদিকে বুন্দেসলিগায় হামবুর্গের বিপক্ষে ৫-০ ব্যবধানে জিতেছে বায়ার্ন মিউনিখ। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। এছাড়া স্কোরশিটে নাম তুলেছেন সার্জ ন্যাব্রি, আলেকসান্দার পাবলোভিচ এবং কুইস দিয়াজ।