হামজার জোড়া গোলেও শেষরক্ষা হলো না বাংলাদেশের

নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বাংলাদেশ
ফুটবল
এখন মাঠে
0

হামজার জোড়া গোলে দারুণ কামব্যাকের পরও শেষ মুহূর্তে গোল হজম করে ২-২ সমতায় শেষ হলো বাংলাদেশ-নেপাল ম্যাচ। আরও একবার তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের, সেই সঙ্গে মন ভাঙলো বাংলাদেশি ফুটবল ভক্তদের।

ম্যাচের প্রথমার্ধের ২৯ মিনিটে নেপাল গোল করে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই হামজার দারুণ এক ওভারহেড কিকের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। এর দুই মিনিট পর পেনাল্টি থেকে আরও এক গোল করেন তিনি। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

আরও পড়ুন:

৯০ মিনিট পর্যন্ত এ লিড ধরে রাখে বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি, যোগ করা সময়ের ৩ মিনিটে একটি গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।

এসএইচ