২০২৬ ফুটবল বিশ্বকাপ: আর্জেন্টিনা-ব্রাজিলের প্রতিপক্ষ কারা

আর্জেন্টিনা-ব্রাজিলে ও বিশ্বকাপ ট্রফি
ফুটবল
এখন মাঠে
1

২০২৬ ফুটবল বিশ্বকাপের ১৮৮ দিন আগে হয়ে গেল মূল পর্বের গ্রুপিং। যুক্তরাষ্ট্রে এক জমকালো অনুষ্ঠানে নিজেদের গ্রুপ বুঝে পায় ৪৮ দল। শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারের পার্ফমিং আর্টস ইনস্টিটিউটে ফিফা এই ড্র সম্পন্ন করে। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে ‘জে’ গ্রুপে। বিশ্বকাপে আলবিসেলেস্তেরা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।

উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সি গ্রুপে জায়গা পেয়েছে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি।

আরও পড়ুন:

২০২৬ সালের ১১ জুন মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ। ২০১০ সালেও এই দুই দলই খেলেছিল গ্রেটেস্ট শো অন আর্থের উদ্বোধনী ম্যাচ। গ্রুপ এ তে তাদের সঙ্গী দক্ষিণ কোরিয়া এবং প্লে-অফ পেরিয়ে আসা দল।

তিন আয়োজক দেশের পর সবার আগে নিজেদের গ্রুপ বুঝে পায় ব্রাজিল। সি গ্রুপে সেলেসাওরা প্রথম ম্যাচ খেলবে গত আসরের সেমিফাইনালে খেলা মরক্কোর বিপক্ষে। গ্রুপের বাকি দুই দল ফর্মের তুঙ্গে থাকা স্কটল্যান্ড এবং হাইতি।

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে জে গ্রুপে। অপেক্ষাকৃত সহজ গ্রুপে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, জর্ডান এবং আলজেরিয়া। আফ্রিকান দেশ আলজেরিয়া এই গ্রুপে হতে পারে আলবিসেলেস্তেদের বড় প্রতিপক্ষ।

তবে বিশেষভাবে নজর থাকছে আই এবং এল গ্রুপে। ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার মতো দুই ইউরোপিয়ান জায়ান্টের সঙ্গে এল গ্রুপে আছে আফ্রিকান পরাশক্তি ঘানা। গ্রুপের আরেক দল পানামা। অন্যদিকে আই গ্রুপে দুই হেভিওয়েট ফ্রান্স এবং নরওয়ের সঙ্গী সেনেগাল। গ্রুপের অন্য দল আসবে প্লে-অফ পেরিয়ে।

আরও পড়ুন:

আগামী ১১ জুন মেক্সিকো সিটিতে শুরু হবে বিশ্বকাপের নতুন আসর। আর ১৯ জুলাই লস অ্যাঞ্জেলসের ফাইনালে পর্দা নামবে এই মহাযজ্ঞের।

২০২৬ বিশ্বকাপ: বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্জেন্টিনা কখন মাঠে নামবে? দেখুন সম্পূর্ণ ম্যাচের সূচি (Argentina & Brazil World Cup Fixtures 2026)

২০২৬ ফিফা বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণার পর ফুটবলপ্রেমীদের নজর এখন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) এবং পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের (Brazil) ম্যাচগুলোর দিকে। তাদের গ্রুপ পর্বের সূচি, সময় এবং ভেন্যু নিচে দেয়া হলো (সকল সময় বাংলাদেশ অনুসারে):

বিশ্বকাপ ২০২৬: চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্বের ম্যাচ সময়সূচি (Argentina Group Stage Match Timings)

তারিখম্যাচভেন্যু ও সময়
১৭ জুনআর্জেন্টিনা বনাম আলজেরিয়াকানসাস সিটি স্টেডিয়াম (সকাল ৭টা)
২২ জুনআর্জেন্টিনা বনাম অস্ট্রিয়াডালাস স্টেডিয়াম (রাত ১১টা)
২৮ জুনজর্ডান বনাম আর্জেন্টিনাডালাস স্টেডিয়াম (সকাল ৮টা)


২০২৬ বিশ্বকাপ: গ্রুপ পর্বে ব্রাজিলের সম্পূর্ণ ম্যাচের সূচি (Brazil World Cup 2026 Full Fixture)

তারিখম্যাচভেন্যু ও সময়
১৪ জুনব্রাজিল বনাম মরক্কোনিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়াম (ভোর ৪টা)
২০ জুনব্রাজিল বনাম হাইতিফিলাডেলফিয়া স্টেডিয়াম (সকাল ৭টা)
২৫ জুনস্কটল্যান্ড বনাম ব্রাজিলমায়ামি স্টেডিয়াম (ভোর ৪টা)

সেজু