প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির সামনে চ্যালেঞ্জ ক্রিস্টাল প্যালেস। শিরোপা দৌড়ে টিকে থাকতে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য গার্দিওলার দলের। অন্য দিকে শক্ত রক্ষণ ও কাউন্টার এটাকে চমকে দিতে পারে ক্রিস্টাল প্যালেস। তাই সিটির জন্য অপেক্ষা করছে কঠিন এক পরীক্ষা।
১৫ ম্যাচে ১০ জয় ও ৪ পরাজয়ে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে সিটি। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ৫ নম্বরে প্যালেস। আরেক ম্যাচে লিগে রিলেগেশন জোন এড়াতে টটেনহ্যামের মুখোমুখি হবে নটিংহ্যাম ফরেস্ট ।
ঘরের মাঠের সমর্থন ও আক্রমণাত্মক ফুটবল খেলে চমক দেখাতে চায় তারা। অন্যদিকে শীর্ষ চারের লড়াইয়ে টিকে থাকতে টটেনহ্যামের লক্ষ্য পূর্ণ ৩ পয়েন্ট। দ্রুত পাসিং আর প্রেসিং ফুটবল খেলে নিজেদের লক্ষ্য পূরণ করতে চাইবে তমাস ফ্র্যাঙ্কের শিষ্যরা।





