স্প্যানিশ লা লিগা: রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

মাঠে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

স্প্যানিশ লা লিগার ম্যাচে রাতে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (শনিবার, ২০ ডিসেম্বর) রাত ২টায়।

নিজেদের সবশেষ ৬ লিগ ম্যাচে মাত্র দুই ম্যাচে জয় পেয়েছে মাদ্রিদিস্তারা। পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও হারাতে হয়েছে বাজে পারফরম্যান্সের কারণে। ১৭ লিগ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এ মুহূর্তে ৩৯। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে আছে তারা। সেভিয়ার সঙ্গে জয় পেলে ব্যবধান কমানোর সুযোগ থাকছে তাদের।

আরও পড়ুন:

তবে ঘরের মাঠে এই ম্যাচে রিয়াল পাচ্ছে না একাধিক তারকাকে। ইনজুরির কারণে স্কোয়াডে থাকছেন না আলেকজান্ডার আর্নল্ড, দানি কারভাহাল এবং এডার মিলিতাও। সাসপেনশনে আছেন এন্ড্রিক এবং কারেরাস। এছাড়া ব্রাহিম দিয়াজ নিজ দেশের হয়ে খেলতে যাওয়ায় মূল একাদশ নিয়ে যুক্ত হয়েছে বাড়তি ভাবনা।

এফএস