ম্যাচের ১০ মিনিটেই গ্যাব্রিয়েলের ভুল পাসের সুবাদে বোর্নমাউথকে এগিয়ে দেন এভানিলসন। যদিও লিড বেশি স্থায়ী হয়নি। ১৬ মিনিটেই গানারদের সমতায় নিয়ে আসেন সেই গ্যাব্রিয়েল। প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
আরও পড়ুন:
৫৪ মিনিটে ম্যাচে নিজের প্রথম গোল করেন ডেক্লান রাইস। আর্সেনাল এগিয়ে যায় ২-১ ব্যবধানে। ৭১ মিনিটে রাইস নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। ৭৬ মিনিটে বোর্নমাউথের হয়ে এক গোল শোধ করেন জুনিয়র ক্রপি। শেষ পর্যন্ত ৩-২ গোলের এই স্কোরলাইন ধরে রেখেই ৩ পয়েন্ট নিশ্চিত করে আর্সেনাল।
২০ ম্যাচ শেষে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করল আর্সেনাল। দ্বিতীয় স্থানে থাকা অ্যাস্টন ভিলার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে গেছে মিকেল আর্তেতার দল।





