সুযোগ কাজে লাগিয়ে গার্সিয়ার হ্যাটট্রিক, রিয়ালের বড় জয়

সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের ম্যাচের মুহূর্ত
ফুটবল
এখন মাঠে
0

এমবাপ্পের অনুপস্থিতিতে দলে সুযোগ পাওয়া গঞ্জালো গার্সিয়ার হ্যাট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে কার্লো আনচেলোত্তির দল।

চোটে পড়া দলের প্রাণভোমরার কিলিয়ান এমবাপ্পের অনুপস্থিতিতে পুরো দায়িত্ব কাঁধে তুলে ম্যাচের নায়ক হয়েছেন তরুণ ফরোয়ার্ড গঞ্জালো গার্সিয়া। বার্নাব্যুতে ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল।

আরও পড়ুন:

প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবারও গোল করেন গার্সিয়া, ব্যবধান দিগুণ হয় লস ব্লাঙ্কোসদের। ৫৬ মিনিটে ৩-০ করেন রাউল আসেনসিও। ১০ মিনেটর ব্যবধানে কুচো হার্নান্দেজের গোলে এক গোল শোধ করে বেতিস। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া।

যোগ করা সময়ে ফ্রান গার্সিয়া গোল করলে ৫-১ ব্যবধানে মাঠ ছাড়ে রিয়াল।‎ এ জয়ে টেবিল টপার বার্সেলোনার থেকে চার পয়েন্ট পিছিয়ে রইল লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ। এদিকে দিনের অন্য ম্যাচে রিয়াল সোসিয়াদাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে অ্যাথলেটিক মাদ্রিদ।

এফএস