লিভারপুলের জয়ের দিনে ভিন্ন টুর্নামেন্টে অঘটনের শিকার পিএসজি

ক্যুপ দে ফ্রান্সে হেরেছে পিএসজি; এফএ কাপে জয় পেয়েছে লিভারপুল
ফুটবল
এখন মাঠে
0

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। ‘তৃতীয় স্তরের দল’ বার্নসলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্নে স্লটের দল। অন্যদিকে ‘ক্যুপ দে ফ্রান্সে’ অঘটনের শিকার হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। শহর প্রতিপক্ষ প্যারিস এফসির কাছে হেরেছে লা পারিসিয়ানরা।

এফএ কাপের ম্যাচে একদম শুরুতেই দলকে এগিয়ে দেন লিভারপুলের ডমিনিক সোবোসলাই। প্রথমার্ধেই দলের লিড দ্বিগুণ করেন জেরেমি ফ্রিমপং।

দ্বিতীয়ার্ধে সোবোসলাইয়ের ভুলে ম্যাচে ফেরার আভাস দেয় বার্নসলে। মিডফিল্ডার সোবোসলাই ‘ব্যাকহিল’ করতে গিয়ে বল হারান। সেই সুযোগে ব্যবধান কমান বার্নসলের অ্যাডাম ফিলিপস।

আরও পড়ুন:

এর কিছুক্ষণ পরই নিখুঁত শটে গোল করেন বদলি নামা ফ্লোরিয়ান ভির্টজ। অতিরিক্ত সময়ে দলের বড় জয় নিশ্চিত করেন একিতিকে। চতুর্থ রাউন্ডে ব্রাইটনের মুখোমুখি হবে অলরেডরা।

এদিকে প্রায় পূর্ণশক্তির দল নিয়েও ‘ক্যুপ দে ফ্রান্সের’ রাউন্ড অব থার্টি টু-তে বড় ধাক্কা খেয়েছে পিএসজি। ঘরের মাঠে জোনাথন কোনের একমাত্র গোলে প্যারিস এফসির কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লুইস এনরিকের দল।

এসএইচ