এস এ গেমসের প্রস্তুতি নিয়ে অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভা কাল

অন্য সব খেলা
এখন মাঠে
0

২০২৬ সালের ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এস এ গেমসের সূচি নির্ধারণ করেছে পাকিস্তান। সেই টুর্নামেন্টকে সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার, ১০ এপ্রিল) বিকেলে বিওএ ভবনে ফেডারেশনগুলো নিয়ে একটি সমন্বয় সভার আহ্বান করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

ফেডারেশনগুলোর সাথে দুই দফায় সমন্বয় সভা করবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।

প্রথম সমন্বয় সভায় থাকবে ব্যক্তিগত ডিসিপ্লিন অ্যাথলেটিক্স, সাঁতার, আর্চারি, টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, শুটিং, বক্সিং, গলফ, জুডো, কারাতে ভারোত্তোলন, কুস্তি তায়কোয়ান্ডো ফেডারেশনের কর্মকর্তারা।

১৩ এপ্রিল পরবর্তী সভায় থাকবে টিম ডিসিপ্লিন ক্রিকেট, ফুটবল, হকি কাবাডি, ভলিবল, হ্যান্ডবল, রাগবি ও বাস্কেটবলের কর্মকর্তারা।

এসএস