দুই দশক ধরে অকেজো পল্টনের সুইমিং কমপ্লেক্স

অকেজো পল্টনের সুইমিং কমপ্লেক্স
অন্য সব খেলা
এখন মাঠে
0

দেশের দুটি সুইমিং কমপ্লেক্স থাকলেও ব্যবহার হয় একটি। এনএসসির তত্ত্বাবধানে থাকা পল্টনের সুইমিং কমপ্লেক্সে দুই দশক অকেজো পানিশোধন যন্ত্র। তবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও নেই ইলেক্ট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যদিও ফেডারেশন বলছে, জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ইলেক্ট্রিক স্কোরবোর্ডের কাজ, শিগগিরই এ ভেন্যু প্রস্তুত হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের।

জীর্ণশীর্ণ দেয়াল, ভাঙাচোরা অবকাঠামো, বাইরে থেকে দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। তবে এটিই বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স। এখন অনেকটা অবহেলা-অযত্নে পড়ে আছে পল্টনের সুইমিং কমপ্লেক্সটি। হয় না কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ইভেন্ট। এ ছাড়া দুই দশক ধরে অকোজো হয়ে আছে পানি শোধনের যন্ত্রটিও।

সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন বলেন, ‘এই সুইমিং পুলে পানি গরম করার সিস্টেম নেই। আরেকটা হলো ফিল্টারের জন্য কোনো প্লান্ট নেই। এই দুইটা জিনিস করতে চাই বিশেষ করে ফিল্টারের জন্য প্লান্ট করা ব্যয়বহুল একটা বিষয়। জাতীয় ক্রীড়া পরিষদকে অনুরোধ করবো যেন এইটা করে দেয়। স্কুল লেভেলে যারা আছে তাদের যে সাপোর্ট দরকার সেটা আমরা দিতে পারছি না পানির কারণে।’

এদিকে, মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও নেই ইলেক্ট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ।

সাঁতার ফেডারেশনের যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস বলেন, ‘এখানে একটা ল্যাকিং আছে ইলেকট্রনিক স্কোর বোর্ড। এইটা যদি ঠিক করতে পারি তাহলে আমরা আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতা করতে পারবো।’

দেশের সাঁতার নিয়ে বর্তমান ফেডারেশন কর্তাদের রয়েছে বিস্তর পরিকল্পনা। এ ছাড়া নারী সাঁতারু বের করে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে সাঁতার ফেডারেশনের।

যুগ্ম সম্পাদক নিবেদিতা দাস বলেন, ‘সাঁতারে অন্য খেলার সাথে একটু ভিন্নতা আছে। পোশাকে যেমন ভিন্নতা আছে। এই বিষয়গুলো যদি সবাই পজিটিভভাবে দেখে এবং মেয়েদের আমরা আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারি ,সেক্ষেত্রে আরো মেয়েরা এগিয়ে আসবে।’

সাঁতারের অবকাঠামোসহ সুযোগ-সুবিধা এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও এ খেলা থেকে পদক জয় সম্ভব, বলছেন সংশ্লিষ্টরা।

সেজু