ক্লে কোর্টে নোভাক জোকোভিচের শততম জয়

ক্লে কোর্টে ১০০ জয় নোভাক জোকোভিচের
অন্য সব খেলা
এখন মাঠে
0

ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে ১০০ জয় পেলেন নোভাক জোকোভিচ। চারটি গ্র্যান্ড স্লামের মধ্যে সবচেয়ে কম ম্যাচ জিতেছেন ক্লে কোর্টে। সেই ক্লে কোর্টেই শততম জয় তার জন্য বিশেষ কিছু।

গতকাল সোমবার (২ জুন) ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে ক্যাম নরিকে সরাসরি ৩ সেটে হারিয়ে এই কীর্তি গড়েছেন তিনি। তার চেয়ে বেশি এই মাঠে জয়ের কীর্তি কেবল একজনেরই। ক্লে কোর্টের অবিসংবাদিত নেতা রাফায়েল নাদাল এই মাঠে জিতেছেন ১১২ ম্যাচ। 

২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নোভাক জোকোভিচ এ বছর কোয়ার্টার ফাইনাল অব্দি এক সেট ও হারেননি। এ মৌসুমে টানা ৩ ম্যাচ হারের অভিজ্ঞতা থাকলেও ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান কিছুদিন আগেই জেনেভা ওপেন জিতে পূর্ণ করেছেন ক্যারিয়ারের ১০০ তম টাইটেল।

এসএইচ