ফিদে নারী বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে গেলেন ওয়াদিফা আহমেদ

ওয়াদিফা আহমেদ
অন্য সব খেলা
এখন মাঠে
0

ফিদে নারী বিশ্বকাপ দাবায় প্রথম রাউন্ডের প্রথম খেলায় ফ্রান্সের মহিলা গ্র্যান্ড মাস্টার দাওলেতি দেইমেনতির কাছে হেরেছেন বাংলাদেশের নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ।

জর্জিয়ার বাতুমি শহরে প্রথম রাউন্ডের প্রথম খেলায় নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালের মাথায় হেরে যান।

আগামীকাল (মঙ্গলবার, ৮ জুলাই) প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে নারী আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। টুর্নামেন্ট টিকে থাকতে হলে ওয়াদিফাকে জিততেই হবে।

অন্যদিকে ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলবেন ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার।

এসএস