প্রথম সেট থেকেই নিজের দাপট দেখাতে থাকেন সোয়াতেক। প্রথম সেটে মাত্র ২৫ মিনিটেই আনিসিমোভাকে ৬-০ ব্যবধানে পরাজিত করেন তিনি। দ্বিতীয় সেটও ৬-০ ব্যবধানে পরাজিত করেন প্রতিপক্ষকে।
১৯৮৮ সালের পর এই প্রথম কোনও গ্র্যান্ডস্লাম ফাইনালে ৬-০, ৬-০ ব্যবধানে জয়ী হলেন কোনও টেনিস প্লেয়ার। আগের কীর্তি ছিল স্টেফি গ্রাফের।
প্রতিপক্ষ ছিল সোভিয়েত ইউনিয়নের নাতালিয়া। এই নিয়ে মোট ৬টি গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হলেন বিশ্বের ৮ নম্বর টেনিস তারকা সোয়াতেক।