রাজধানীর পাঁচ তারকা হোটেলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উন্মোচিত হলো বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন চপলের নতুন বই 'তীর ধনুকে বাজিমাত'। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বই।
অনুষ্ঠানে ছিলেন বিশ্ব আর্চারির প্রতিনিধি টম ডিলান। গেল ১ বছরে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, প্যারিস অলিম্পিক ও প্যারা অলিম্পিকেও বাংলাদেশের অংশগ্রহণ প্রশংসনীয়। আগামীতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পদক জিতবে বলে আশাবাদী বিশ্ব আর্চারির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ একটি ভালো প্রতিযোগিতা। জানিনা কারা কারা আসবে, তবে আমি আশাবাদী বাংলাদেশ বেশ কয়েকটি পদক জিতবে, ভালো করবে।’
রেকর্ড সংখ্যক বিদেশী দলের অংশগ্রহণে হবে এবারের আয়োজন। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশকে বিশ্ব আর্চারিতে আরো সাফল্য এনে দিতে বদ্ধপরিকর চপল।
বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেন, ‘৭ থেকে ১৪ নভেম্বর খেলা অনুষ্ঠিত হবে। এবং আশা করি এবার রেকর্ড সংখ্যক বিদেশি দল অংশগ্রহণ করবে। বাংলাদেশ একটা শক্ত অবস্থানে থাকবে বলে আশা করি।’
আগস্টে ইয়ুথ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কানাডা যাবে বাংলাদেশ আর্চারি দল। এরপর সেপ্টেম্বরে কোরিয়াতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ এরপর নভেম্বরে ঢাকাতে এশিয়ান চ্যাম্পিয়নশিপ খেলবে বাংলাদেশ। প্র্যাকটিসে বড় স্কোর করতে দরকার ভালো মানের তীর ধনুক। তবে এখনো রয়েছে নতুন যন্ত্রপাতির স্বল্পতা।
বাংলাদেশ আর্চারি দলের কোচ মার্টিন ফ্রেড্রিক বলেন, ‘আমরা জাতীয় দল কিছুটা পিছিয়ে আছি। প্র্যাকটিসে ভালো করতে হলে আমাদের হাই স্কোর করার বিকল্প নেই। কিন্তু সেজন্য আমাদের দরকার উন্নতমানের তীর ধনুক। নতুন যন্ত্রপাতি আসলে আমাদের প্রস্তুতি আরো ভালো হবে। আশা করি বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগেই তা পূরণ হবে।’
তৃতীয়বারের মতো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। আর্চারদের নিয়ে চলছে প্রস্তুতি। ৭-১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসর। সব মিলিয়ে। আবার ও বিশ্বমঞ্চে লাল-সবুজের জয়ধ্বনির অপেক্ষা।