পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের

অ্যাথলেট লরা ডালমিয়েরের
অন্য সব খেলা
এখন মাঠে
0

পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে উদ্ধার করা যায়নি লরার মৃতদেহ।

উইলিয়াম শেক্সপিয়র বলেছিলেন, ভীরুরা মরার আগে বার বার মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।

অলিম্পিকে দুইবারের বায়াথলন চ্যাম্পিয়ন লরা ডালমিয়েরের মৃত্যু যেন এক নির্মম সত্য। এক নির্ভীক অকুতোভয় চ্যাম্পিয়নের জীবনের অসম্পূর্ণ শেষকাব্য। পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মাথায় পাথরের আঘাতে মারা গেছেন লরা। ৩১ বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা।

প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও, বিরূপ আবহাওয়ায় ভেস্তে যায় সব।

ডালমিয়েরের ইনস্টাগ্রামে পাওয়া যায় এক বিবৃতি–'লরার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে, যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায়। পাহাড়েই যেন থাকে তার দেহাবশেষ।' তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়েছে লরার পরিবার ও স্বজনরা।

লরার মৃত্যুতে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন জানিয়েছে সে শুধু অলিম্পিক চ্যাম্পিয়ন ছিল না। সে ছিল প্রান্তবন্ত, উচ্ছল ও বড় মনের এক মানুষ। এছাড়া আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ও লরার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।

জার্মানির হয়ে দুইবার শীতকালীন অলিম্পিকে পর্বতারোহণের অভিজ্ঞতা আছে ডালমিয়েরের। ২০১৮ পিয়ংইয়ং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক ব্রোঞ্জপদকও জিতেছেন।

ইতিহাসের প্রথম নারী হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা। এছাড়া ২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি মোট ৭টি স্বর্ণসহ ১৫টি পদক অর্জন করেন।

সেজু