ইউএস ওপেনে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো অ্যালেক্সজ্যান্ডার জেভেরভ

অ্যালেক্সজ্যান্ডার জেভেরভ
অন্য সব খেলা
এখন মাঠে
0

ইউএস ওপেনে পুরুষ এককে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন অ্যালেক্সজ্যান্ডার জেভেরভ। অ্যালেজ্যান্দ্রো তাবিলোকে সরাসরি সেটে হারিয়েছেন জার্মান এই খেলোয়াড়।

আর্থার অ্যাশে স্টেডিয়ামে শুরু থেকে জেভেরভের দাপটের সামনে দাঁড়াতেই পারেনি তাবিলো। দ্বিতীয় এবং তৃতীয় সেটে লড়াই হলেও শেষ পর্যন্ত জয় হয় ২৮ বছর বয়সী জেভেরভেরই।

আরও পড়ুন:

এদিকে নারী এককে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় তুলে নিয়েছেন নাওমি ওসাকা এবং কোকো গউফ। আসরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আঁজলা টমলাোভিচের সামনে বেশ বেগ পেতে কোকোকে।

প্রথম সেটের পর পরে কোকো এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারেন সেটটি। তবে শেষ সেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরের রাউন্ডে যান আমেরিকার এই খেলোয়াড়।

এদিকে কোকো কষ্টার্জিত জয় পেলেও ওসাকা তুলে নিয়েছেন সহজ জয়। মাত্র ৮৩ মিনিটে গ্রেট মিনেনকে সরাসরি সেটে হারিয়েছেন ওসাকা।

সেজু