নিজের রেকর্ড নিজেই ভাঙলেন জোকোভিচ

নোভাক জোকোভিচ
অন্য সব খেলা
এখন মাঠে
0

চারটি মেজর গ্রান্ড স্ল্যামে শেষ আটে ওঠা সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হবার গৌরব অর্জন করলেন সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ (৩৪)। এবারের ইউএস ওপেনে দুর্দান্ত গতিতে ছুটে চলেছেন সার্বিয়ান এ তারকা।

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। ৩৪ বছর বয়সে একমাত্র খেলোয়াড় হিসেবে ৪টি মেজর গ্রান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।

আরও পড়ুন:

কোয়ার্টারে ওঠার পথে সরাসরি সেটে হারিয়েছেন জার্মান খেলোয়াড় স্ট্রুফকে। এছাড়া নবমবার ক্যারিয়ারের ৪টি গ্র্যান্ড স্লামের কোয়ার্টারে উঠে ছাড়িয়ে গেছেন সুইস কিংবদন্তী রজার ফেদেরারকে। 

স্ট্রুফকে হারিয়ে ক্যারিয়ারের ৬৪তম গ্র্যান্ড স্ল্যাম কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। তালিকায় ২ এ থাকা ফেদেরারের কোয়ার্টার ফাইনালের সংখ্যা ৫৮টি।

এসএইচ