এশিয়া কাপ হকি: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৫-১ গোলে বাংলাদেশের হার

দক্ষিণ কোরিয়া-বাংলাদেশ হকি ম্যাচের একটি মুহূর্ত
অন্য সব খেলা
এখন মাঠে
0

এশিয়া কাপ হকিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছে বাংলাদেশ। ‘বি’ পুল থেকে তাই আসরটির সুপার ফোরে খেলবে মালোয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া।

টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও বাংলাদেশের জন্য থাকছে বড় একটি সুযোগ। আসছে বছর নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হতে যাওয়া বিশ্বকাপ হকিতে অংশ নিতে বাছাইপর্ব খেলার সম্ভাবনা থাকছে লাল-সবুজদের।

আরও পড়ুন:

এশিয়া কাপে ৫ম কিংবা ৬ষ্ঠ হতে পারলেই মিলবে সেই টিকিট। ৪ সেপ্টেম্বর কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটিতে জয় পেলেই বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ। 

সেই সঙ্গে ৫ম ও ৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগও পাবে বাংলাদেশ জাতীয় হকি দল।

এসএইচ