ইউএস ওপেনের ফাইনালে এসে দর্শকদের তোপের মুখে ট্রাম্প!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
অন্য সব খেলা
এখন মাঠে
0

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের উপস্থিতির কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

ইউএস ওপেনের ফাইনাল দেখতে গিয়ে দর্শকদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের উপস্থিতির কারণে ম্যাচ শুরুর সময় পিছিয়ে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন:

২০০০ সালে বিল ক্লিনটনের পর দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে ইউএস ওপেনের ফাইনালে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আর্থার অ্যাশ স্টেডিয়ামে অভিজ্ঞতা সুখকর ছিল না মার্কিন প্রেসিডেন্টের জন্য।

ট্রাম্পের আগমনের খবরে বাড়ানো হয় নিরাপত্তা। যে কারণে নির্ধারিত সময় থেকে আধা ঘণ্টা পিছিয়ে যায় ফাইনাল। এছাড়া ২৪ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামে দর্শক প্রবেশেও শুরু হয় জটিলতা। এতেই প্রেসিডেন্টের ওপর ক্ষুব্ধ হয়ে দুয়ো দিতে শুরু করেন উপস্থিত দর্শকরা। যদিও শেষ পর্যন্ত জটিলতা কাটিয়েই শেষ হয়েছে পুরো ম্যাচ।

এসএইচ